আজ (২১ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ড. শাহাদাত হোসাইন এসপেরিয়া ট্রিটমেন্ট হেলথ কেয়ারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত বলেন, “চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসপেরিয়া ট্রিটমেন্ট হেলথ কেয়ার একটি মাইলফলক স্থাপন করবে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে এটি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি চট্টগ্রামের চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে বলেন, যার যার ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা অর্জনের মাধ্যমে রোগের আধুনিক চিকিৎসা নিশ্চিত করা যাতে আমাদের রোগীদের দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে না হয়। তিনি ডেঙ্গু নিয়ে গবেষণা পরিচালনা করায়, এসপেরিয়া হেলথ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সিটি করপোরেশন এসপেরিয়া রিসার্চ ফাউন্ডেশনের সাথে ডেঙ্গুর মত অন্যান্য সংক্রামক রোগের গবেষণায় একযোগে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এসপেরিয়া ট্রিটমেন্ট হেলথ কেয়ার এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসপেরিয়া ট্রিটমেন্ট হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মো. আবদুর রব তার বক্তব্যে জানান, “আমরা আমাদের সেবার মানের প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং চট্টগ্রামের মানুষকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, রোগ নির্ণয় ও সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করে চট্টগ্রামে চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএমএর সাবেক সাধারন সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরি, অধ্যাপক ডা. মো: জসিম উদ্দিন চৌধুরি, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি , ডা. টিপু সুলতান, এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর জয়নব রুমা ,ফাইন্যান্স ডিরেক্টর জাহেদুল আলম সাকিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চস/স


