spot_img

১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, অস্ত্রসহ মূল আসামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার (২২) নামের তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলার ইলশা থেকে তন্ময়কে গ্রেফতারকরা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার উদ্ধার করা হয়।

তন্ময় ঢাকার ওয়ারির ২২ নম্বর বর্ণগ্রাম রোডের মৃত শফিক শাহ ও ময়না বেগমের ছেলে। তিনি নিহত তরুণী শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তারের (২২) পূর্ব পরিচিত বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক রাসেল জানান, গ্রেফতারকৃত তৌহিদকে নিয়ে তরুণীর লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছেন তৌহিদ।

গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত রাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত তরুণী শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারী এলাকায়। তারা ৩ বোন ও ২ ভাই।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss