spot_img

১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষ

পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও তালিবানের সেনাদের মধ্যে সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস শুক্রবার (৩ জানুয়ারি) সূত্রের বরাতে জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে। যা বিরোধপূর্ণ ডুরান্ড লাইনের কাছে অবস্থিত।

পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয়পক্ষ একেঅপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে।

নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও জানা যায়নি।

গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে আফগান তালেবান জানিয়েছে, এ হামলায় নারীশিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ওই সময় আরও তিন বেসামরিক আফগান প্রাণ হারান।

পাকিস্তানের দাবি, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী টিটিপির সদস্যরা আফগান সীমান্তে অবস্থান নিয়ে আছে। যারা প্রায়ই তাদের ওপর হামলা চালায়। দেশটির অভিযোগ, তালেবান টিটিপির সদস্যদের আশ্রয় দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করে আফগান শাসকরা।

সূত্র: খামা প্রেস

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss