অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে মরিয়ম খানম সেতুর প্রথম আত্নোন্নয়নমূলক বই ‘সম্পর্কের মসলাপাতি’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা উৎসব। ‘সম্পর্কের মসলাপাতি’ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন জিনিয়া।
প্রকাশক জানান, বইমেলায় বইটির একমাত্র পরিবেশক বাংলা পাবলিকেশনের ৮২০-৮২১ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য ৩৩০ টাকা
‘সম্পর্কের মসলাপাতি’ বইটি নিয়ে মরিয়ম খানম সেতু বলেন, জন্ম থেকে মৃত্যু অবদি প্রতিটি মানুষ সম্পর্কে আবদ্ধ থাকে। সুন্দর সম্পর্ক মানুষকে সুখী করে, আত্মিক প্রশান্তি দেয়। মানুষ টাকা-পয়সা, অর্থ বৈভবের পিছে ছোটে সুখের আশায় অথচ দিনশেষে শূন্যতা মেলে। জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ উপলব্ধি করে জীবনের সবটুকু সুখ লুকিয়ে ছিল প্রেমময়ী স্ত্রীর মাঝে, প্রশান্তি ছিলো মা-বাবা ও পরিবার নিয়ে গল্পস্বল্পে। মানুষ যখন উপলব্ধি করে ততোদিনে সম্পর্কটা আসলে ফিকে হয়ে যায়, আপনজনেরা হারিয়ে যায়।
সম্পর্কগুলোর গুরুত্ব ও যত্ন নেয়ার সহজ কিছু উপায় জানতে পারবেন বইটি পাঠ করে। রান্নায় যেমন বিভিন্ন রকম মসলা ব্যবহৃত হয় সম্পর্কেও বেশকিছু কার্যকর মসলার সম্পর্কে জানতে পারবেন পাঠক। কিছু গল্পে খুঁজে পাবেন নিজের সম্পর্কের পরিচিত চিত্র।
তিনি বলেন, বিশ্বাস করি, পাঠক যখন পৃষ্ঠাগুলো উল্টাবে, প্রতি বাক্যযোজনে তাদের সম্পর্কের প্রতিচ্ছবি খুঁজে পাবে এবং সুখময় সম্পর্ক রক্ষা করার তাগিদ অনুভব করবে। বইয়ের গল্পগুলো তাদেরকে প্রত্যাশিত সম্পর্কে আশাবাদী করে তুলতে পারে। তারা নিজেকে সংশোধনের গুরুত্ব উপলব্ধি করবেন। মরিচাধরা সম্পর্কে, জড়ো হওয়া ধুলো ঝেড়ে আরেকবার চকচকে করতে আগ্রহী হবেন পাঠক।
মরিয়ম খানম সেতুর প্রত্যাশা, বিচ্ছেদের এই যুগে সম্পর্ককে আকড়ে ধরার প্রতি, পাঠক উৎসাহী হয়ে উঠবে। সম্পর্কের নতুনমাত্রা রচিত হবে পাঠকহৃদয়ে।
চস/আজহার