spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

লামায় ৭ শ্রমিককে অপহরণ

বান্দরবানের লামা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকায় একটি খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। কে বা কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারিনি পুলিশ।

এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকায় শ্রমিকরা কাঠ ব্যবসায়ী মো. হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিল।

তবে স্থানীয়রা বলছেন কাঠ ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামাসহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি ও অপহরণের ঘটনা বেড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss