spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শাহ আমানতে ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্কার জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরা হজের মোয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণলঙ্কার জব্দ করেছে এনএসআই ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় শাহিন আল মামুন নামে ওই যাত্রীর কাছে থেকে এসব স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, সকাল ৮টা ৩৬ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গোপন তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় উমরা হজের মোয়াল্লেম শাহিন আল মামুনকে তল্লাশি করে ৪০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। তিনি এসব স্বর্ণালঙ্কার তার হাত ব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন। উদ্ধার স্বর্ণালঙ্কারের বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২’শ টাকা। ওই মোয়াল্লেম মূলত ডিউটি ফাঁকি দিয়ে এসব স্বর্ণালঙ্কার নিয়ে আসছিলেন। জব্দকৃত স্বর্ণালঙ্কার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss