spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশির মৃত্যু ২০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশিদের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রোববার এই মহামারী আরো তিন বাংলাদেশির প্রাণ কেড়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল ২০২ জন বাংলাদেশির।

রোববার নিউইয়র্কে দু’জন পুরুষ ও ভার্জিনিয়ায় একজন নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১৮৫ জন বাংলাদেশি। ভার্জিনিয়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। আর নিউজার্সি ও মিশিগানে ছয়জন করে ও মেরিল্যান্ডে একজনের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ৪০ দিনে করোনায় প্রাণ গেল ২০২ জন বাংলাদেশির।

আরো পড়ুন: দক্ষিণ কোরিয়ার দাবি কিম জং উন বেঁচে আছেন

রোববার নিউইয়র্কে জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নায়ক হেলাল খানের বাবা মাওলানা নূর খান (১০১) লং আইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। দু‘দিন আগে হেলাল খানের ছোট ভাই মাহবুব খানের শ্বশুর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের ম্যানেজার মোহাম্মদ আহসান (৪৬) রোববার মারা যান। করোনায় আক্রান্ত হয়ে আহসান আইনস্টাইন হাসপাতালে দু’সপ্তাহ চিকিৎসায় থেকে মৃত্যুর কাছে হার মানেন। তাকে নিয়ে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের তিনজন বাংলাদেশির করোনায় মৃত্যু হলো।

এদিকে করোনায় আক্রান্ত ৭১ বছরের খাদিজা বেগম ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ড সিটিতে নিজ বাসায় রোববার ভোরে মারা যান।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss