চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আজিজুল হক মাঝির ছেলে আবির হোসেন ও আদিল হোসেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করেই তারা বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া না গেলে পুকুরে তল্লাশি চালিয়ে ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাচা এনামুল হক বলেন, ওরা খুব কাছের ভাই ছিল। একসাথে খেলতো, একসাথে থাকতো। এভাবে চলে যাওয়া আমাদের জন্য গভীর শোকের বিষয়।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকা শোকাহত। আমরা পরিবারটির পাশে রয়েছি।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, এটি একটি দুর্ঘটনা, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
চস/স