spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১৮ দিন বন্ধ থাকার পর সচল জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল

১৮ দিন বন্ধ থাকার পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হয়েছে। শনিবার সকাল থেকে নিয়মিত সেবা কার্যক্রম শুরু হয়।

এর আগে, জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় ২৮ মে থেকে হাসপাতালটির চিকিৎসাসেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ সময় শুধু আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপনায় তাদের জন্য খাবার সরবরাহ চলমান ছিল।

সংঘর্ষের প্রায় ১৬ দিন পর, ১২ জুন সীমিত পরিসরে আউটডোর সেবা চালু হয়। একই সঙ্গে জরুরি বিভাগও আংশিকভাবে চালু ছিল গত তিন দিন ধরে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ইনডোর, আউটডোর, অপারেশন থিয়েটারসহ সব বিভাগে স্বাভাবিকভাবে চিকিৎসাসেবা দেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss