spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের জন্য সিএমপির নির্দেশনা

আসন্ন পবিত্র আশুরা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক বিশেষ মতবিনিময় সভায় তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত সভায় তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা। চট্টগ্রাম শহরের সাতটি তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কিছু নতুন নির্দেশনা প্রদান করা হয়। প্রধানত, মিছিলটি যেন দিনে শেষ হয় এবং রাতের বেলায় কোনো ধরনের মিছিল বা সমাবেশ না করা হয়-এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, মিছিলে অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং অংশগ্রহণকারীদের উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সিএমপির কর্মকর্তারা জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার কভারেজ বাড়ানো এবং শহরের গুরুত্বপূর্ণ রুটে অস্থায়ী ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মিছিল চলাকালে রাস্তায় যানজট সৃষ্টি না হওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় মিছিল পরিচালনা করতে স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা এড়িয়ে চলার জন্য সকলকে সতর্ক করা হয়।

এছাড়া, তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে তাদের কোন ধরনের আতশবাজি বা পটকা বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss