spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মামলার আদেশ আজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হবে কি না—সে বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেবেন।

আলোচিত এই মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন: সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।

এ ছাড়া মামলার পলাতক চার আসামি হলেন: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

এর আগে ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয়।

অভিযোগপত্রে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় আসামিরা শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করেন। এতে শহিদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া নিহত হন।

মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট ৮ জনকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, জুলাই-আগস্টে চলা ছাত্র-জনতার গণআন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ, সরকারের অনুগত প্রশাসন এবং দলীয় ক্যাডারদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠনের একের পর এক অভিযোগ ওঠে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss