spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজার সংবাদদাতা

সর্বশেষ

বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে এপিবিএন পুলিশের চেকপোস্ট পার হওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আটক রশিদ আহমেদ (২৭) টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের ফরিদ আহমেদের ছেলে।

বুধবার (২৩ জুলাই) রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, টেকনাফ থানা পুলিশ ও ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্ট ডিউটিতে ছিলেন। এসময় কালো রংয়ের বোরকা পরা একজন চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তাকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। পরে তার ছদ্মবেশ বিষয়ে জানা যায়। পরবর্তী জিজ্ঞাসাবাদে এলোমেলো কথাবর্তাসহ ক্যাম্পে প্রবেশ করার বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তিনি। এছাড়া তিনি কৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss