spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত ৩২

কম্বোডিয়া ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির জন্য থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে। চলমান সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত দুই দেশের ৩২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশ বেসামরিক নাগরিক।

জাতিসংঘে কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়া কেও বলেছেন, তার দেশ ‘শর্তহীনভাবে’ যুদ্ধবিরতি চেয়েছে। নমপেন এই বিরোধের একটি ‘শান্তিপূর্ণ সমাধান’ চায়।

থাইল্যান্ড এই প্রস্তাব নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে। এর আগে তারা কম্বোডিয়ার সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন জারি করেছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশে অন্তত ৩২ জন—সৈন্য ও বেসামরিক নাগরিক—নিহত হয়েছেন এবং প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শনিবার থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, কম্বোডিয়া দক্ষিণের উপকূলের কাছে একটি নতুন এলাকায় হামলা চালিয়েছে। তবে নৌবাহিনী সেসব হামলা প্রতিহত করেছে। এর আগে, থাইল্যান্ড জানিয়েছে, দেশটির সুরিন, উবন রাতচাতানি এবং সিসাকেত প্রদেশে কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ চলছে।

ব্যাংককের কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক এবং ছয়জন সৈনিক। থাই কর্মকর্তারা আরও জানান, প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ভূমিথাম ভেচায়াচাই গতকাল শুক্রবার সতর্ক করে বলেছেন, এই সংঘর্ষ ‘যুদ্ধের দিকে মোড় নিতে পারে’। তিনি বলেন, যুদ্ধে এখন ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে হচ্ছে। সীমান্তের ১২টি স্থানে যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss