spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইইউ’র সকল পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্পের বাণিজ্য চুক্তি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সকল পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৭ জুলাই) স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দীর্ঘ আলোচনার পর ইইউ পণ্যে ১৫ শতাংশ ট্যারিফ নির্ধারণে সম্মত হয় দুই পক্ষ। এর আগে ট্রাম্প ইউরোপীয় পণ্যে ৩০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছিলেন।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইইউর সকল পণ্যে ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবে। তবে পূর্বঘোষিত ৩০ শতাংশের তুলনায় এটি অর্ধেক। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ২৭ সদস্যের এই ব্লক যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট পণ্যের জন্য শূন্য শুল্কে বাজার উন্মুক্ত করবে।

চুক্তি স্বাগত জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেন, “এটি উভয় মিত্রের জন্য স্থিতিশীলতা বয়ে আনবে, যারা সম্মিলিতভাবে বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশ অংশীদার।”

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss