উৎসবমুখর পরিবেশে আজ (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। চূড়ান্ত ফলাফলে ডাকসুর ২৮ পদের মধ্যে ভিপি-জিএসসহ মোট ৭টি পদে বৃহত্তর চট্টগ্রামের প্রার্থীরা জয়লাভ করেছে।
চট্টগ্রামের বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সভাপতি (ভিপি) পদে চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ১৪,০৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন একই জেলার লোহাগড়ার সন্তান এসএম ফরহাদ হোসেন, একই প্যানেল থেকে ১০,৭৯৪ ভোট পেয়েছেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মহেশখালীর ফাতেমা তাসনিম জুমা ১০,৬৩১ ভোটে এবং কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সাতকানিয়ার উম্মে ছালমা ৯,৯২০ ভোটে নির্বাচিত হয়েছেন। তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
কার্যকরী সদস্য পদে পার্বত্য চট্টগ্রামের সর্ব মিত্র চাকমা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ৮,৯৮৮ ভোটে, হেমা চাকমা প্রতিরোধ পর্ষদ থেকে ৪,৯০৮ ভোটে এবং সাতকানিয়ার রায়হান উদ্দীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ৫,০৮২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
চস/স