spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ক্যান্সার চিকিৎসায় আরও ৬টি লিনাক মেশিন কিনছে সরকার

দেশে ক্যান্সার রোগের চিকিৎসা জোরদারে ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ৬টি লিনাক মেশিন কিনছে সরকার। এসব মেশিন আগামী কয়েক মাসের মধ্যেই দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন সভাপতিত্ব করেন।

নূরজাহান বেগম বলেন, “ক্যান্সার চিকিৎসার জন্য লিনাক মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে ব্রেস্ট ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ক্যান্সার প্রতিরোধে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং আরও বেশি স্বাস্থ্যসচেতন হতে হবে।”

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের এমন চিকিৎসক তৈরি করতে হবে যারা ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে পারবেন। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে।”

ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় আধুনিক উদ্যোগ নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “ব্রেস্ট ক্যান্সার সময়মতো শনাক্ত করা গেলে শতভাগ নিরাময় সম্ভব। তাই লজ্জা বা ভয় না পেয়ে নিয়মিত স্ক্রিনিং করতে হবে। বর্তমানে দেখা যাচ্ছে, ৩০ বছরের নিচেও অনেকের স্তন ক্যান্সার হতে পারে। তাই বয়স নয়, উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss