spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কাভার্ডভ্যানে লুকানো ছিল ২৪০০ ইয়াবা, কর্ণফুলীতে আটক ২

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় ২ হাজার ৪০০টি ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হল- জাহেদুল ইসলাম চৌধুরী (৩৫) ও জাগির হোসেন (২৮)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি’র (পশ্চিম বিভাগ) পরিদর্শক (নি.) মোহাম্মদ মজিবুর রহমান।

তিনি জানান, আজ সকালে কর্ণফুলীর শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেট এলাকা থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ইয়াবাগুলো কক্সবাজার থেকে কাভার্ড ভ্যানে বিশেষ কায়দায় চেম্বার তৈরি করে লুকিয়ে পরিবহন করতো বলে জানায়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss