spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৮৮৫০ জনকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার

যুবক-যুবতীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে এই প্রশিক্ষণ কার্যক্রম।

দেশের ৭টি বিকেএসপিতে শতাধিক ব্যাচের মাধ্যমে ১৫ দিন মেয়াদে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে প্রশিক্ষণের সুযোগ পাবেন ৮ হাজার ৮৫০ যুবক-যুবতী। প্রশিক্ষণ শেষে ভাতা ও সার্টিফিকেট প্রদান করা হবে অংশগ্রহণকারীদের।

প্রশিক্ষণের বিষয়: জুডো, কারাতে, তায়কোয়ানদো ও আগ্নেয়াস্ত্র চালানো।

আবেদনের যোগ্যতা: প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের শিক্ষগত যোগ্যতা হিসেবে এসএসসি উত্তীর্ণ হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে।

সুযোগ-সুবিধা ও ভাতা: নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, খাবার, ট্র্যাকসুট, টি-শার্ট ও কেডস দেয়া হবে। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রশিক্ষণ ভাতা হিসেবে ৪ হাজার ২০০ টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

প্রশিক্ষণ শুরু ও মেয়াদ: আগামী ২২ নভেম্বর প্রশিক্ষণ শুরু হবে ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম।

আবেদনের প্রক্রিয়া: প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা বিকেএসপির এই bkspds.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss