spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চিকিৎসক-পুলিশসহ আরও ১৪০ জনের করোনা শনাক্ত চট্টগ্রামে

চট্টগ্রামে ৫৩০ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৮৬ জন ও উপজেলা পর্যায়ে ৫৪ জন রয়েছেন।

বুধবার (৩ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম সময়কে এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে বুধবার ২২৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৫ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৭৪ জন আছেন। বাকি ১ জন পটিয়া উপজেলার।

চমেকে নতুন শনাক্তদের মধ্যে ৬ চিকিৎসক ও ৫ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে চারজন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের দুইজন চিকিৎসক আছেন। এছাড়া একজন চমেকের ল্যাবকর্মীও আক্রান্তের তালিকায় রয়েছেন। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের এক নারী কর্মীসহ দুইজন আছেন। পুলিশ সদস্যসহ তাদের পরিবারের ৮ সদস্য এবং বন্দর-কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের ১০ জন রয়েছেন।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বুধবার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৩৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে সাতকানিয়ার ২ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের ৯ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ১১ জন, রাঙ্গুনিয়ার ৪ জন, রাউজানের ৭ জন, ফটিকছড়ির ১ জন, হাটহাজারীর ৫ জন, সীতাকুণ্ডের ৮ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দুইজন, এর মধ্যে একজন লোহাগাড়ার ও একজন নগরের বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ৫৩৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৮৫ জন। সুস্থ হয়েছেন অন্তত ২৪৮ জন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss