spot_img

১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে মেলিসা

প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা। জ্যামাইকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পর এটি এখন কিউবার দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি। এর প্রভাবে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় ঝড়টি ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে, যা ক্যাটাগরি ৫ মাত্রার সমান। বর্তমানে কিছুটা দুর্বল হয়ে এটি ক্যাটাগরি ৪ পর্যায়ে রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এটিকে ‘শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়’ হিসেবে বর্ণনা করেছে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় তিন দেশেই সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন।

ঝড়ের প্রভাবে জ্যামাইকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। রাজধানী কিংস্টনে গাছপালা উপড়ে পড়েছে, সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৫ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানিয়েছেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, কিন্তু ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়ের সামনে সম্পূর্ণ প্রস্তুত থাকা প্রায় অসম্ভব।

এদিকে কিউবায় ইতোমধ্যে অন্তত ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উপপ্রধানমন্ত্রী এদুয়ার্দো মার্টিনেজ বলেছেন, এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, এমন কিছু আমরা আগে কখনও দেখিনি।

মার্কিন হারিকেন কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মেলিসা ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবারের মধ্যেই এটি দেশটির পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss