চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আর টি রাশেদ (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় অটোরিকশার ৪ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২০ নেভম্বর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গুনিয়া-রাঙামাটি সড়কের রানিরহাট ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে স্থানান্তর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র জাকির হোসেন জানান, চট্টগ্রাম নগরীর অক্সিজেন থেকে সকাল সাড়ে ৮টায় সিএনজি অটোরিকশায় করে রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা করি। রানিরহাট ঠান্ডাছড়ি এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুই বন্ধু আনছারুল করিম ও নাইমুল ইসলাম গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থায় গুরুতর হওয়ায় চিকিৎসকরা রাঙামাটি সদর হাসপাতালে রেফার করেন।
নিহত রাশেদের বোন সমির আক্তার জানান, তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফের দক্ষিণ হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া সিআইডি চেকপোস্টের কাছে। পরিবারের সবার ছোট রাশেদ রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের পরীক্ষা দিতে চট্টগ্রাম থেকে রাঙামাটি কলেজে যাচ্ছিল।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চস/আজহার


