জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মিডিয়ায় ভাইরাল হওয়া বক্তব্য বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি তার খণ্ডিত বক্তব্য প্রচার না করে পুরো বক্তব্য শোনার আহ্বানও জানিয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে জামায়াতে ইসলামী আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’-এ বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়…যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।” – তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বেশ কয়েকটি মিডিয়ায় উঠে আসলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি একটি টিভি চ্যানেলকে বলেন, “গতকালকে দায়িত্বশীল সমাবেশে মহতারাম মানবিক নেতা ডঃ শফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে আমি যেই বক্তব্যটা রেখেছি সেটা হল যে আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থেই কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টেরিম গভর্নমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে, আমি সেটাই বুঝিয়েছিলাম।”
আরো পড়ুন: `প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে’
তিনি আরো যোগ করেন, “কিন্তু আজকে যারা আমার এই খণ্ডিত বক্তব্য দ্বারা আমাদের জামায়াতে ইসলামীকে চিহ্নিত করছেন, আমার মনে হয় তারা ফ্যাসিস্টদেরই সহযোগিতা এবং ফ্যাসিস্টদেরকে তারা উশকানি দিচ্ছে। আমার এই বক্তব্যের মাধ্যমে আমি যে বক্তব্যটা রেখেছি এই খণ্ডিত বক্তব্য প্রচার না করে পুরো বক্তব্য শুনলেই বুঝতে পারবেন আমি আমাদের পুলিশ বাহিনী, প্রশাসন সবাই দেশপ্রেমিক হওয়ার জন্য এবং দেশের স্বার্থে কাজ করার জন্য, জনগণের কথা শোনার জন্য, জনগণের দেওয়ালের লিখন শুনার জন্যই আমি বক্তব্যটা রেখেছি।”
চস/স


