spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

চট্টগ্রামে চীনা বিশেষজ্ঞদের বিনামূল্যে চিকিৎসা সেবা

চট্টগ্রামে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ক্যাম্পে শতাধিক মানুষকে সেবা দেয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) নগরের আগ্রাবাদে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন হোটেলে দুপুর দেড়টায় থেকে শুরু হয়ে এ চিকিৎসা পরামর্শ ক্যাম্প। এই ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশ নেন চীনের শীর্ষস্থানীয় দুটি হাসপাতাল—শেনজেন হেংশেন হাসপাতাল এবং গুয়াংজু ফোসুন চানচেং হাসপাতালের মোট আটজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক।

ক্যাম্পে ক্যান্সার, হৃদরোগ, অর্থোপেডিক্স ও প্লাস্টিক সার্জারি, প্রজনন রোগ, মূত্রতন্ত্রের রোগ এবং মেডিসিন বিভাগের নানাবিধ জটিল রোগের বিষয়ে আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
চীনা বিশেষজ্ঞদের সরাসরি উপস্থিতিতে রোগীরা তাদের দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান।

চিকিৎসা সেবার পাশাপাশি একই ভেন্যুতে আয়োজন করা হয় চীনে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য একটি মেডিক্যাল ট্যুরিজম প্রোগ্রাম। এতে চীনের হাসপাতালগুলোর আধুনিক চিকিৎসা সুবিধা, উন্নত প্রযুক্তি, সম্ভাব্য চিকিৎসা ব্যয়, ভিসা সহায়তা, আবাসন ব্যবস্থা এবং চিকিৎসা-পরবর্তী ফলো-আপ সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য শুধু বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া নয়, বরং দেশের রোগীদের সামনে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবার একটি স্বচ্ছ ও বাস্তব ধারণা তুলে ধরা। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও নির্ভরযোগ্য প্রক্রিয়ায় বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ সৃষ্টি করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সূত্র: বাংলানিউজ২৪

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss