spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা সংক্রমণে উহানকে ছাড়িয়ে গেল মুম্বাই

দু’দিন আগেই আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়েছিল মহারাষ্ট্র। মঙ্গলবার করোনার উৎস উহানকে ছাড়িয়ে গেল রাজ্যটির রাজধানী মুম্বাই। সেখানে এ পর্যন্ত ৫১ হাজারেরও বেশি মানুষ করোভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, মহারাষ্ট্রে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। এর মধ্যে মুম্বাইয়েরই রয়েছেন ৭০০ জন।
মহারাষ্ট্রে এ পর্যন্ত মোট ৩ হাজার ২৮৯ জনে করোনায় প্রাণ হারিযেছেন। এর মধ্যে শুধু মুম্বাইতেই মারা গেছেন ১ হাজার ৭৬০ জন।

মুম্বাইয়ে করোনার সংক্রমণ দ্রুত বাড়ার অন্যতম কারণ ধারাভি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ বিশ্বের সর্ববৃহৎ এ বস্তিতে সামাজিক দূরত্ব না থাকায় হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা।

রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিতে এ পর্যন্ত ৩০৭ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯১৪ জন। সংক্রমণ বাড়ছে দিল্লিসহ অন্যান্য রাজ্যগুলোতেও।

জানা যায়, ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ হতে সময় নিয়েছিল ১১০ দিন। পরবর্তী ১ লাখ সংক্রমিত হয় মাত্র ১৫ দিনে। কিন্তু রোগ ছড়ানোর এখন যা গতি, তাতে এই সংখ্যাটা ২ থেকে ৩ লাখে পৌঁছাতে আর সপ্তাহখানেক লাগতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডের মধ্যেই সোমবার থেকে করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ভারতে শুরু হয়েছে ‘আনলক-১’। বিধিনিষেধ প্রত্যাহারের কারণে অর্থনৈতিক কার্যক্রম প্রায় পুরোটাই সচল। তবে এর মধ্যেই ভয় জাগাচ্ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন তিন শতাধিকেরও বেশি মানুষ মারা যাচ্ছে দেশটিতে।

সূত্র: নিউজ১৮

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss