spot_img

১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার করোনা পজেটিভ শহীদ আফ্রিদি

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকা করলে বেশ উপরের দিকে থাকবে শহীদ আফ্রিদির নাম। জনপ্রিয় এই অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বর্তমানে নিয়মিত অসহায়দের সাহায্য করে যাচ্ছেন। তবে আফ্রিদি ভক্তদের জন্য দুঃসংবাদ, করোনায় আক্রান্ত হয়েছেন এই তারকা অলরাউন্ডার।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি লেখেন, আমি বৃহস্পতিবার থেকে অস্বস্তি বোধ করছিলাম। আমার শরীর খুব খারাপ লাগছিল। এরপর পরীক্ষা করাই এবং আমি কোভিড পজিটিভ। আমার আরোগ্যের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব।

পাকিস্তানে করোনা মোকাবিলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছেন আফ্রিদি। নিজ ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষকে সাহায্য করেছেন। এমনকি দুর্গম এলাকায় নিজের কাঁধে খাবারের বস্তা বইয়ে নিয়ে গিয়েছেন তিনি। পোস্টের কমেন্ট অপশনে সাবেক এই অলরাউন্ডারের সুস্থতা কামনা করেছেন অনেক ভক্ত।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss