চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৪ জুন) ছয়টি ল্যাবে ৯৭১ টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৫, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১০০ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩৪৯টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪১টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৯৫টি ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করা হয়।
আরো পড়ুন: মারা গেলেন ডা. সমিরুল ইসলাম
এতে বিআইটিআইডিতে ৪৮ জন, সিভাসুতে ৯ জন, চমেকে ৯৪ জন, চবিতে ৪২ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৪৬, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৪১ জনের। এরমধ্যে ১৯২ জন নগরীর এবং ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চস/স