চট্টগ্রামে ডা. শহিদুল আনোয়ার নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ফুসফুস এবং হার্টের জটিলতায় ভুগছিলেন।
বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির।
আরো পড়ুন: মারা গেলেন ডা. সমিরুল ইসলাম
তিনি বলেন, বেশ কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হলেও তার ফুসফুসের বেশ ক্ষতি হয়। ডা. শহিদুল আনোয়ার আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।’
এর আগে গতকাল কভিড-১৯ থেকে সুস্থ হয়ে মারা যান অর্থোপেডিক সার্জন ডা. সমিরুল ইসলাম বাবু।
বুধবার রাতে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি (এফডিএসআর) এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির এক শোক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় এক মাস আগে তিনি কভিড-১৯ আক্রান্ত হন। তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মারা যান এই চক্ষু বিশেষজ্ঞ।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের এই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এফডিএসআর।
চস/স