spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার করোনায় আক্রান্ত জেলা পরিষদ চেয়ারম্যান

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালামের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন।

এমএ সালাম বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তার শারিরীক অবস্থা ভালো আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন।

‘শনিবার (২৭ জুন) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে- তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি যেখানে নমুনা দিয়েছিলেন সেখান থেকে মুঠোফোনে তার করোনা পজেটিভ বলে জানানো হয়েছে।’ যোগ করেন ডা. আফতাবুল ইসলাম।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss