spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লাখ টাকার বিদেশি মদ উদ্ধার ফেনীতে, আটক ১

ফেনী জেলার ফুলগাজী থানার আনন্দপুর কালীর হাট বাজার এলাকায় রিপন হোটেলের সামনে অভিযান চালিয়ে লাখ টাকার বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল। এ সময় এক বিক্রেতাকেও আটক করা হয়েছে।

র‌্যাব বলছে, আটক বিক্রেতা দীর্ঘদিন যাবত ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।

রবিবার (২৮ জুন) রাতে র‌্যাব-৭ এ অভিযান পরিচালনা করে।

আটকের নাম, জিয়াউদ্দিন শিমুল (২৪)। সে ফেনী জেলার পিতা- মৃত ইব্রাহিমের পুত্র।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহ্মুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ফেনীর ফুলগাজী থানার আনন্দপুর কালীর হাট বাজার এলাকায় রিপন হোটেলের সামনে বিদেশি মদ নিয়ে একজন অপেক্ষা করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ এর একটি দল। এসময় ওই মাদক বিক্রতাকে ৪১ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহ্মুদুল হাসান মামুন বলেন, উদ্ধারকৃত মদের বাজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss