spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১৪ দিনের লকডাউন শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকে ১৪ দিনের জন্য বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

১৪ দিনের এই লকডাউন আজ শনিবার (৪ জুলাই) থেকে শুরু হয়ে শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকবে।

শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এ সময় ক্যাম্পাসে কোন ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে না। জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা চলমান থাকবে বলেও জানান তিনি।

এর আগে গত সপ্তাহে উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হন। এরপর গত বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার (৩ জুলাই) তার ফলাফল ফলাফল নেগেটিভ আসে।

তবে ইতিমধ্যে কয়েকজন করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss