spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দলে জায়গা না পেয়ে ক্ষেপেছেন ব্রড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে জায়গা পাকাই মনে হচ্ছিল স্টুয়ার্ড ব্রডের। কিন্তু ইংল্যান্ড জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার ও মার্ক উড ত্রয়ীকে পেস আক্রমণে বেছে নিয়েছে। টেস্টে পাঁচশ’ উইকেটের মাইলফলকের পথে থাকা ব্রডকে বাদ দেওয়ায় ক্ষেপেছেন তিনি।

প্রথম টেস্টের তৃতীয় দিন স্কাই স্পোর্টসকে ব্রড বলেন, ‘আমি এমনিতে খুব আবেগি না। তবে গত কয়েকদিন আমার জন্য খুবই কঠিন সময় গেছে। আমি খুবই হতাশ একথা বলার অপেক্ষা রাখে না। হাত থেকে মোবাইল পড়ে স্ক্রিন ভাঙলে হতাশ তো লাগবেই! আমি হতাশ এবং রাগান্বিত। আমার মনে হয়, গত দুই-তিন বছর আমি খুবই ভালো বোলিং করেছি। দলে আমার জায়গা পাকা ভেবেছি। আমি অ্যাসেজের দলে ছিলাম। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছি এবং দলকে জিতিয়েছি।’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ১৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন ব্রড। অ্যাসেজে তার ঝুলিতে ছিল ২৩ উইকেট। তার পারফরম্যান্সেই সিরিজে সমতা করে ইংল্যান্ড। সেই ব্রড একাদশে জায়গা না পাওয়ায় বোর্ডের নির্বাচক এডওয়ার্ড স্মিথকে দুষছেন, ‘আমি নির্বাচকের সঙ্গে কথা বলেছি। তিনি ১৩ জনের দল দেওয়ার কথা জানিয়েছেন। একাদশ কোচ-অধিনায়ক উইকেট দেখে ঠিক করেছেন বলে জানিয়েছেন।’

তবে ব্রড স্বীকার করেন, যারা দলে আছেন সবাই খেলার যোগ্য। স্যাম কারেন, ক্রিস ওকসরাও খেলার জন্য মুখিয়ে আছেন। তারা ভালো বোলিংও করছেন। তবে ব্রডের মতে, সবাইকে সবসময় খেলার জন্য ফিট পাওয়া যাবে না। ব্রডের বয়স হয়েছে, তার মতো বোলার ফিট থাকলে সুযোগ দেওয়া উচিত বলে ইঙ্গিত তার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss