চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর এক বছরে চসিকের জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় হয়েছে। সাবেক মেয়র রেজাউল করিমের তুলনায় জ্বালানি ব্যয় কমেছে ১৫ লাখ ৬৭ হাজার ৪০ টাকা ৫৬ পয়সা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশল যান্ত্রিক উপ-বিভাগের দামপাড়া পুল শাখার হিসাব অনুযায়ী, চসিকের সাবেক মেয়র রেজাউল করিম আগস্ট ২০২৩ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত এক বছরে মোট ১৭ হাজার ৯৮৭ লিটার জ্বালানি ব্যবহার করেন। এর মধ্যে অফিস গাড়িতে অকটেন ব্যবহার হয়েছে ৬ হাজার ৮৭৩ লিটার, বাসায় ব্যবহৃত গাড়িতে ৫ হাজার ৯১৪ লিটার অকটেন, বাসার জেনারেটরে ৫ হাজার ২০০ লিটার ডিজেল এবং বাসায় ব্যবহৃত সিএনজি টেক্সিতে ১ হাজার ৮২৫ ঘনমিটার গ্যাস। এসব জ্বালানি ব্যবহারে চসিকের মোট ব্যয় হয়েছিল ২১ লাখ ৯ হাজার ৪০৮ টাকা ২০ পয়সা।
অন্যদিকে, বর্তমান মেয়র ডিসেম্বর ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে শুধুমাত্র অফিস গাড়িতে ৪ হাজার ৫৯৪ লিটার অকটেন ব্যবহার করেছেন, যার জন্য মোট ব্যয় হয়েছে ৫ লাখ ৪২ হাজার ৩৬৭ টাকা ৬৪ পয়সা। তিনি বাসায় কোনো সরকারি গাড়ি, জেনারেটর কিংবা সিএনজি টেক্সি ব্যবহার করেননি।
এতে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে জ্বালানি ব্যবহারে মোট সাশ্রয় হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪০ টাকা ৫৬ পয়সা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাশ্রয় সরকারি ব্যয় কমানোর পাশাপাশি দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থাপনার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।
জানতে চাইলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমি শুধুমাত্র সিটি কর্পোরেশনের কাজে অফিসের গাড়ি ব্যবহার করি। এছাড়া পারিবারিক ও ব্যক্তিগত কাজে আমি নিজের গাড়ি ব্যবহার করি। এতেই গত এক বছরে সিটি কর্পোরেশনের ১৫ লাখ টাকার বেশি সাশ্রয় হয়েছে।
চস/স


