জাতীয় সংসদের সাবেক হুইপ ও খুলনা-৩ আসনের সাবেক এমপি আশরাফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮১ বছর।
আশরাফ হোসেন দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম আশরাফ হোসেন খুলনা-৩ আসন থেকে চারবার এমপি নির্বাচিত হন।
চস/আজহার