spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আফগানিস্তানে সরকারি বিমান হামলায় নিহত ৪৫

আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২২ জুলাই) দেশটির পূর্বাঞ্চলে চালানো এ হামলায় তালেবান সদস্যদের পাশাপাশি অনেক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, নিহত ৪৫ জনের মধ্যে আট জন বেসামরিক। বাকি ৩৭ জনের সবাই তালেবান সদস্য কি না তা পরিষ্কার করেনি স্থানীয় কর্মকর্তারা।

পূর্বাঞ্চলীয় প্রদেশ হেরাতের আদ্রাসকান জেলার গভর্নর আলী আহমদ ফকির ইয়ার বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীগুলোর বিমান হামলায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত আট জন বেসামরিক নাগরিক।

আরো পড়ুন: পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে : ট্রাম্প

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এ বিমান হামলায় তারা অংশ নেননি।

এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় আফগান বাহিনীগুলোর হামলায় বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ তারা তদন্ত করে দেখছে।

আদ্রাসকানের পাশের গুজারা জেলার স্থানীয় কর্মকর্তা হাবিব আমিনি হামলার ঘটনা নিশ্চিত করে জানান, ৪৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

এদিকে হেরাতে দুটি বিমান হামলায় আট বেসামরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে বিবৃতি দিয়েছেন তালেবান মুখপাত্র ক্বারি মুহাম্মদ ইউসুফ আহমাদি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss