চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৪ জন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বার আউলিয়া কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানায়।
দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত বলেন, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে আসা বাসটি আরেকটি বাহনকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরো পড়ুন: করোনায় চট্টগ্রামে একদিনে নতুন শনাক্ত ১২৫
এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাসের যাত্রীদের মধ্যে ১৪ জনকে আহত অবস্থায় লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চস/স