গুলবাদিন নাইবকে অধিনায় করে বিশ্বকাপের আগে চমকি দিয়েছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে বদল এনে বিস্ময় জাগিয়েছিল পুরো বিশ্বে। কিন্তু চমকটা হলো একদম বাজে। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে দলের ব্যর্থতা ছিলো সবচাইতে বেশি। কোনো ম্যাচ না জিতেই শেষ করতে হয়েছে টুর্নামেন্ট।
তবে এবার আবারও চমকে দিয়েছে নেতৃত্বে পরিবর্তন এনে। এবার তিন সংস্করণেই অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার রশিদ খানকে। এই লেগ স্পিনারের সাথে সহ অধিনায়ক করা হয়েছে সাবেক অধিনায়ক আসগর আফগানকে।
গত ৫ এপ্রিল দেশটির সফলতম অধিনায়ক আসগরকে সরিয়ে নাইবকে অধিনায়ক করে দেয় আফগান ক্রিকেট বোর্ড। তখন রশিদ টি-টোয়েন্টি, গুলবাদিন নাইব ওয়ানডে ও রহমত শাহ টেস্ট দলের নেতৃত্ব পান। কিন্তু হুট করে নেতৃত্ব বদল আনায় প্রবল সমালোচনা করেছিলেন রশিদ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। এরপর নয় ম্যাচের সবগুলোতে হেরে তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করে আফগানিস্তান।
চস/আজহার