spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অবসরের পর সেনার সঙ্গেই বেশি সময় কাটাবেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেই অনেকটা সময় কাটানোর পরিকল্পনা করছেন মহেন্দ্র সিং ধোনি। এই কথা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক সহযোগী অরুণ পাণ্ডে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ধোনির ব্র্যান্ড ভ্যালু কমে যাবে বলে মানতে চাননি তিনি।

রবিবার অরুণ পাণ্ডে বলেন ধোনি যে এই বছরের টি২০ বিশ্বকাপের পরই অবসর নিতে চলেছেন তা তিনি জানতেন। কিন্তু স্বাধীনতা দিবসেই ধোনি যে অবসর গ্রহণের কথা ঘোষণা করবেন, সেটা তাঁর জানা ছিল না। এই সিদ্ধান্ত শুধুমাত্র ধোনির মনেই ছিল বলে দাবি করেছেন অরুণ পাণ্ডে। করোনা অতিমারীর কারণে টি২০ বিশ্বকাপ ২০২২-এ হবে বলে জানানো হয়েছে। আইপিএল এবং টি২০ পিছিয়ে যাওয়ায় মানসিক ভাবে চাপমুক্ত হতেই ধোনির অবসর গ্রহণের কথা ঘোষণা করে দিলেন বলে মনে করছেন অরুণ পাণ্ডে।

ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের অবসর গ্রহণের বিষয়ে অরুণ পাণ্ডে আরও বলেন, ‘১৫ অগাস্ট দেশের সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ধোনি নিশ্চয় অবসরের পর সেনার সঙ্গে সময় কাটানোর বিষয়েও ভেবে রেখেছে। টি২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়াতেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে ও।’

ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে আছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯-এর ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের পরাজয়ের পরে এক মাসেরও বেশি সময় ধরে ভারতীয় সেনার প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণ নিয়েছিলেন ধোনি। ধোনির ভবিষ্যতের পরিকল্পনা করতে তাঁর শিগগিরই একসঙ্গে বসবেন বলে জানিয়েছেন অরুণ পাণ্ডে। এবার নিজের বাণিজ্যিক কর্মকাণ্ডে মনযোগ দেওয়ার পাশাপাশি ধোনি যে ভারতীয় সেনার সঙ্গেও আরও বেশি সময় কাটাবেন, তা নিশ্চিত বলে জানিয়েছেন তিনি।

বেশিরভাগ ক্ষেত্রেই খেলোয়াড়দের ব্র্যান্ড ভ্যালু তাঁদের অবসর গ্রহণের পরেই কমে যায়। এই প্রসঙ্গে অরুণ পাণ্ডে বলেন যে ধোনির ক্ষেত্রে এমনটা হবে না। তিনি জানান, ‘ধোনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি হলেন দেশের ইয়ুথ আইকন। ২০১৯-এর ক্রিকেট বিশ্বকাপের পরে আমরা এখনও পর্যন্ত ১০টি নতুন ব্র্যান্ডে সই করেছি এবং সবগুলোই দীর্ঘমেয়াদী চুক্তি।’

ধোনি আরও অন্তত দুটি বা তিনটি আইপিএল খেলবেন বলে জানিয়েছেন পাণ্ডে। ধোনির অবসরে সাধারণ মানুষের মতোই মন খারাপ তাঁর সতীর্থ থেকে সিনিয়র-জুনিয়র সব জমানার ক্রিকেটারদের। সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে ধোনি অবসর ঘোষণা করলেন, সেই সোশ্যাল মিডিয়াতেই তাঁকে শ্রদ্ধা-ভালোবাসা-কুর্নিশ জানানোর ঢল নেমেছে। অবসরের পর বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারার মতো একাধিক ক্রিকেটার ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss