spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ওসি প্রদীপসহ ৩ জন র‌্যাবের রিমান্ডে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতকে সাতদিনের রিমান্ডে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ তিনজনকে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হক।

অন্যদিকে, ঘটনার দিন এপিবিএনের চেকপোস্টে দায়িত্বরত তিন এপিবিএন সদস্যের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব।

এপিবিএনের এ তিন সদস্য হলেন— এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ।

আরো পড়ুন: প্রদীপসহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রসঙ্গত, গত ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের হাতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট সিনহার বড় বোন আদালতে মামলা করেন। ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দলাল রক্ষিতসহ নয় পুলিশ সদস্যকে ওই মামলায় আসামি করা হয়।

পরে টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ সাত জন পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এছাড়া পুলিশের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াসকে গ্রেপ্তার করে র‍্যাব।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss