ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য ওপেনার রোহিত শর্মার নাম সুপারিশ করা হয়েছে। রোহিত ছাড়াও সুপারিশ করা হয়েছে এশিয়ান গেমসে সোনাজয়ী ভীনেশ ফোগাট, টেবিল টেনিস চ্যাম্পিয়ন মণিকা বাত্রা ও প্যারাঅলিম্পিকে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলুর নাম।
মঙ্গলবার রাজীব গান্ধী পুরস্কার, অর্জুন পুরস্কারসহ অন্যান্য ক্রীড়া পুরস্কারের প্রাপকদের নাম চূড়ান্ত করার জন্য আলোচনায় বসেছিল জাতীয় ক্রীড়া নির্বাচন কমিটি। যেখানে ২০১৬ সালের পর চারজন ক্রীড়াবিদের নাম সুপারিশ করা হয় রাজীব গান্ধী খেলরত্নের জন্য।
শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর রোহিত শর্মা চতুর্থ ক্রিকেটার হিসেবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন। ১৯৯৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন শচীন টেন্ডুলকার। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ধোনি পান খেলরত্ন। আর ২০১৮ সালে খেলরত্ন পান বিরাট কোহলি ও ভারোত্তোলক মীরাবাই চানু।
ভারতের প্রথম নারী কুস্তিগীর হিসেবে ভীনেশ ফোগাট ২০১৮ এশিয়ান গেমসে স্বর্ণ জিতেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে স্বর্ণের পাশাপাশি এশিয়ান গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেন টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা। আর রিও প্যারাঅলিম্পিক গেমসে হাই-জাম্পে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু।
চস/আজহার


