রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি এবং সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে সিআর মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্রগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক, সাংবাদিক বিপ্লব দে।
আদালত মামলাটি গ্রহণ করেছেন। তবে এখনও কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মিথুন বিশ্বাস।
মামলায় অভিযোগ করা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ৯ আগস্ট ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন। রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি করে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।
অ্যাডভোকেট মিথুন বিশ্বাস বলেন, গত ৯ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় সাংবাদিক বিপ্লব দে বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অভিযোগ জমা দিয়েছেন। আদালত অভিযোগ গ্রহণ করেছেন, পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
চস/আজহার


