কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া মোহাম্মদ মাহফুজের মৃতদেহ ২ দিন পর সোনাদিয়া থেকে উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ।
জানা গেছে, গত ১৮ আগস্ট বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সৈকতের লাবণী পয়েন্ট থেকে নিখোঁজ হয় মাহফুজ।
মাহফুজ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানি নিয়াজি এলাকার দুবাই প্রবাসী মাহবুবুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন। তিনি জানান, গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বন্ধুদের নিয়ে ২৪ জনের একটি দল কক্সবাজার বেড়াতে আসে। পরে বিকালে তারা সমুদ্র সৈকতে ঘুরতে বের হয়।
ওইদিন বিকাল সাড়ে ৪ টার সময় বন্ধুরা মিলে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামে। এক পর্যায়ে ঢেউয়ের টানে মোহাম্মদ মাহফুজ তলিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সোনাদিয়া থেকে মৃতদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চস/স