spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাঁচ সহযোগীকে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণের মূল হোতা গ্রেপ্তার

বান্দরবানের লামা উপজেলায় পাঁচ সহযোগীকে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ ঘটনায় অভিযুক্ত মূল হোতা প্রেমিক নুরুল হুদাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২২ ঘণ্টার মধ্যে গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের কাটা পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল হুদা উপজেলার সরই ইউনিয়নের পুইট্টা পাড়ার বাসিন্দা মৃত ইসহাকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মোবাইন ফোনের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে নুরুল হুদার পরিচয় হয়। এ সূত্র ধরে উভয়ের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। বিভিন্ন সময় ওই যুবতীকে বিয়ের আশ্বাসও দেন তিনি। একপর্যায়ে নুরুল হুদার কথা মতো গত রোববার বিকেলে ওই তরুণী আজিজনগর ইউনিয়নে অবস্থিত ক্লিপটন গ্রুপের বাগানের পাশে গেলে নুরুল হুদাসহ একে একে ছয়জন মিলে তাকে ধর্ষণ করেন।

আরো পড়ুন: সেপ্টেম্বরে নিম্নচাপ, অক্টোবরে সাইক্লোন ‘গতি’

পরে ওই তরুণীর ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যান নুরুল হুদা। ঘটনার পরদিন সোমবার সকালে ভুক্তভোগী তরুণী নুরুল হুদাসহ আরও পাঁচজনকে আসামি করে লামা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। অপর অভিযুক্তদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss