ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় গত দুই দিন অনুশীলনে নেই বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ঈদুল আজহার পর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনে নিয়মিত মুখ ছিলেন তিনি। ডায়রিয়ায় কিছুটা কাবু হয়ে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যদিও শুরুর দিকে এসে ব্যাটিংও করেছেন। তখনই প্রচণ্ড দুর্বল বোধ করেছেন। তারপর অনুশীলন বন্ধ করেন। চিকিত্সা নিয়েছেন। এখন সুস্থ বোধ করলেই অনুশীলনে ফিরবেন তিনি।
মুমিনুল হক বেশ দৃঢ় কণ্ঠেই গতকাল বললেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে শরীর কিছুটা দুর্বল। ৭-৮ দিন ডায়রিয়ায় ভুগলাম। তার পরও আমি এখন ভালো আছি। কয়েক দিন অনুশীলনে যাচ্ছি না। আরো একটু ঠিক হলে যাবে। দুই-তিন দিন পর যেতে পারি, ইনশাল্লাহ।’
তিনি আরও বলেছেন, ‘এর মাঝে একদিন গেছিলাম। ব্যাটিং করার পর খুব ক্লান্ত লাগছে। এখন ভালো হলেই যাব। অন্তত ব্যাটিং করতে যাব।’
মুমিনুলকে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওর ডায়রিয়া হয়েছে। তাই অনুশীলনে আসতে নিষেধ করেছি। ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছে। সুস্থ হলেই অনুশীলনে যোগ দেবে।’
চস/আজহার


