spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সদরঘাট কালীবাড়ি মোড়ে অস্ত্রসহ ১ যুবক আটক

নগরীর সদরঘাট থানাধীন কালীবাড়ি মোড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. রানা (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল রোববার তাকে আটকের বিষয়টি জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়। আটক রানা সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার রানা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরঘাট থানার কালীবাড়ি মোড় থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: করোনায় একদিনে আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪

গ্রেপ্তারের পর তাকে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss