spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম বিডি সিফুডে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় মৎস্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান বিডি সিফুড লিমিটেডে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রায় তিন ঘণ্টার চেষ্টার আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ১০টি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। -বিডি নিউজ

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ সহকারী পরিচালক আলী আকবর বলেন, “বিডি সিফুডের তিন তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্তের পর জানা যাবে।”

আগুন লাগার সময় প্রতিষ্ঠানটিতে কোনো কর্মী ছিলেন না।

এই প্রতিষ্ঠান চিড়িংসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ও মৎস্য পণ্যের রপ্তানিমুখী প্রতিষ্ঠান।

এদিকে পৃথক ঘটনায় নগরীর কুলগাঁও এলাকার জেমিনি ফ্যাশন নামের একটি বন্ধ পোশাক কারখানায় আগুনে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

আরো পড়ুন: ইন্দোনেশিয়া থেকে এসেছে ২২ নতুন মিটারগেজ কোচ

ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, “প্রতিষ্ঠানটি আগে থেকে বন্ধ ছিল। এর ভিতরে কিছু কাঠের দরজা রাখা ছিল। আগুনে সেগুলো পুড়েছে।”

ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চস/জ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss