spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশাল এলাকা জুড়ে আয়োজন এবারের বইমেলা, থাকছে ৫৪০ প্রতিষ্ঠান

মহামারি করোনা পরিস্থিতিতে আগামী ১৮ মার্চ অমর একুশে বইমেলা-২০২১ -এর উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করবেন। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এ বছর ১৫ লাখ বর্গফুটের বিশাল এলাকা জুড়ে বইমেলার আয়োজন করা হয়েছে।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করতে হবে। মেলায় সার্বক্ষণিক মুখে মাস্ক পরে থাকতে হবে। মেলার প্রবেশপথে বাংলা একাডেমির পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমির আবদুল করিম সাহ্যিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।

এ বছরের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি এবং সােহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৩ টি প্রতিষ্ঠানকে ৬৮০ টি ইউনিটসহ মোট ৫৪০ টি প্রতিষ্ঠানকে ৮৩৪ টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ৩৩টি প্যাভিলিয়ন থাকবে।

এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। সেখানে ১৩৫টি লিটলম্যাগকে স্টল বরাদ্দের পাশাপাশি ৫টি উন্মুক্ত স্টলসহ ১৪০টি স্টল দেয়া হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss