spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মোহাম্মদ অংকন-এর বুক রিভিউ উৎসবের ফলাফল প্রকাশ

ভিন্নধারার বুকশপ ‘কানামাছি ডট কম’ কর্তৃক আয়োজিত সময়ের জনপ্রিয় তরুণ লেখক ও দৈনিক বাংলাদেশ চিত্র’র সম্পাদক মোহাম্মদ অংকন-এর বই রিভিউ উৎসবের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে আজ। কানামাছি ডট কম’র অফিসিয়াল ফেসবুক পেজে ফলাফলটি প্রকাশ করা হয়।

চমৎকার এই আয়োজনে ছিল মোহাম্মদ অংকন-এর সকল বই নিয়ে চমৎকার সব রিভিউ। রিভিউগুলো কানামাছি ডট কম কমিউনিটি গ্রুপে পাঠকরা পোস্ট করে। সেখান থেকে বিচারক মণ্ডলী কর্তৃক এসব রিভিউয়ের মধ্যে থেকেই বাছাই করা হয়েছে সেরা তিন। ফলাফলে যুগ্মভাবে প্রথম হয়েছেন রফিকুজ্জামান আকিব ও এম কামিল আহমেদ। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন জহুর মুনিম ও আরশাদ আল গালিব। এবং যুগ্মভাবে তৃতীয় হয়েছেন নুছাইবা ও আসাদুজ্জামান আকিব।

বিজয়ীদের দেওয়া হবে কানামাছি ডট কম-এর পক্ষ থেকে মোট ১০,০০০ টাকার বই উপহার। ১ম দুইজন পাবেন ৫০০০ টাকার বই। ২য় দুইজন পাবেন ৩০০০ টাকার বই। এবং ৩য় দুইজন পাবেন ২০০০ টাকার বই। বিজয়ীদের পুরস্কার কুরিয়ারে পাঠানো হবে। তাই ঠিকানা দেওয়ার জন্য কর্তৃপক্ষ আহ্বান করেছে।

এই প্রতিযোগিতার সম্যক ব্যাপারে কানামাছি ডট কম-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাহাবুব সেতু বলেন, “মূলত সবাইকে বইমুখী করা ও বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য আমাদের এই আয়োজন। এর মাধ্যমে সবাই যেমন বই পড়ার প্রতি আকৃষ্ট হবেন, তেমনি বিভিন্ন লেখকের বই সম্পর্কেও ধারণা পাবেন।”

মোহাম্মদ অংকন-এর বই নিয়ে রিভিউ প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি আরও জানান, ”মোহাম্মদ অংকন একজন প্রতিশ্রুতিশীল লেখক। বেশ কিছু বই বের হয়েছে। তাঁর বইগুলো নিয়ে মূল্যায়ন দরকার ভেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কানামাছি ডট কমে তাঁর বইগুলো পাওয়া যাচ্ছে।”

এ ব্যাপারে মোহাম্মদ অংকন বলেন, “কানামাছি ডট কম-এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, আমার পাঠকদের জন্য এত সুন্দর একটি আয়োজন করায়। সেইসাথে বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি।”

উল্লেখ্য গত ৩০ শে জুলাই শেষ হয় মোহাম্মদ অংকন-এর বই রিভিউ উৎসব

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss