বসন্তের আগেই পাতাবিহীন গাছ গুলো ভোর থেকে বৃষ্টিতে ভিজছে
অথচ সেগুলোতে প্রাণ নেই, সতেজতা তো দূরেই থাক।
বিনা আমন্ত্রণে চলে আসা বৃষ্টি পানির থেকে
দূরে চলে যেতে চাইছে গাছ গুলো
তাই যেনো বারবার আছড়ে পড়ছে চারপাশে।
কিন্তু শিকড় যে মাটিতে বাঁধা !
জোর করলে শুধু যুদ্ধই বাড়ে আর নিহত হয় আত্মা।
এই অসময়ের বৃষ্টি আমাকেও ভীষণ যন্ত্রণা দিচ্ছে
যতটা প্রিয়তমকে মনের কথা বলতে না পারলে অনুভব হয়।
ঝড়ো বাতাসে গেঁথে থাকা শীতের তীব্রতা বলছে
ঐ দূরের একা দাঁড়িয়ে থাকা রুক্ষ গাছটার মতোই –
শূন্যতা ছাড়া এখন আমার কাছে আর কিছু নেই।
শিক্ষার্থী
হারাগাছ সরকারি কলেজ।
চস/আজহার