spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বইমেলায় পাওয়া যাচ্ছে আরাফাত শাহীনের ‘খুনশিল্প’ ও ‘সিরাতের সৌরভ’

অমর একুশে বইমেলা ২০২২-এ আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরাফাত শাহীনের ছোটগল্পের বই ‘খুনশিল্প’ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ওপর লিখিত ‘সিরাতের সৌরভ’।

বইদুটি প্রকাশ করছে যথাক্রমে প্রজন্ম পাবলিকেশন এবং দারুল ইলম। ‘খুনশিল্প’ বইটির প্রচ্ছদ করেছেন তানভির এনায়েত এবং ‘সিরাতের সৌরভ’ বইয়ের প্রচ্ছদ করেছেন আশিক এলাহী। ‘খুনশিল্প’ বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা; পাওয়া যাচ্ছে প্রজন্ম পাবলিকেশনের ৪৩০ নাম্বার স্টলে। ২৫ শতাংশ মূল্যছাড়ে বইটি পাওয়া যাচ্ছে মাত্র ১৫০ টাকায়।

‘সিরাতের সৌরভ’ মেলার দ্বিতীয় সপ্তাহে পাওয়া যাবে।

আরাফাত শাহীন মূলত গদ্য লেখেন। দীর্ঘ সময় ধরে দেশের জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত গল্প, কবিতা, কলাম ও ফিচার লিখছেন। লেখালেখিতে জাতীয় পর্যায়ে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন। এর আগে ২০২০ সালের বইমেলায় তার প্রথম বই ‘লাল সবুজের গল্প’ প্রকাশিত হয়।

এবারের বইমেলায় দুটি বই প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে আরাফাত শাহীন বলেন, বইমেলায় নতুন বই আসা প্রত্যেক লেখকের জন্যই আনন্দের। আমার কাছেও খুবই ভালো লাগছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আশা করি আমার বইদুটি পাঠকের ভালো লাগবে। আগামীতেও আমার লেখালেখির ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

আরাফাত শাহীনের জন্ম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে। তিনি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি পাঠশালা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নিজ এলাকার ‘নবমতি সাহিত্য পরিষদ’-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ‘পাঠকপল্লী’ নামের একটি কার্যক্রম পরিচালনা করছেন; যা পাঠকদের দোরগোড়ায় বই পৌঁছানোর মতো কাজ করে চলেছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss