অমর একুশে বইমেলা-২০২২ এ প্রকাশ পেয়েছে বহুমাত্রিক লেখিকা হামিদা আব্বাসী-এর গল্পগ্রন্থ ‘বেদনার স্বাদ’। গল্পগ্রন্থটি প্রকাশ করেছে জুঁই প্রকাশ।
সামাজিক জীবনধারাকে উপজীব্য করে লেখা উপন্যাসটি প্রকাশ করেছে দেশের প্রথম সারির সৃজনশীল সাহিত্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘তাম্রলিপি’। বইটি ছাড় দিয়ে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে বইমেলায়। বইমেলায় সাস্ট ক্লাব লিমিটেড এর স্টল নং ৬৫০ এবং প্রিয়জন প্রকাশনীর স্টল নং ৬১৭ এই দুটি স্টলে বইটি টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি পেতে যোগাযোগ করুন 01798045762 এ নাম্বারে।
আরও পড়ুন:- বইমেলায় পাওয়া যাচ্ছে গওহর গালিবের “বেতালডাঙ্গার মিথ”
‘বেদনার স্বাদ’ লেখিকা হামিদা আব্বাসী বলেন, ‘বেদনার স্বাদ’ গল্পগ্রন্থটির গল্পগুলো আমার একেকটি আলাদা-আলাদা সময়ের যাপন,এবং বিশেষ অনুভূতি ও অভিজ্ঞতার প্রকাশ।যা যে কোনো সময়ের সুখ-দুঃখের স্মৃতির মিটিমিটি ভাববিন্যাস এবং পাওয়া না পাওয়ার সমারোহপূর্ণ চিত্রকল্পে বেষ্টিত।’বেদনার স্বাদ’ গল্পগ্রন্থের গল্পগুলোতে মূলত মানুষ বেদনাকে জয় করে কিভাবে সুখের দেখা পায় এবং এ সুখ পাওয়ার আগে কত কি সমস্যার সম্মুখীন হয় এ বিষয়ই উঠে এসেছে।
হামিদা আব্বাসী দীর্ঘদিন ধরে পত্রপত্রিকায় লেখালেখি করছেন। সাহিত্যের সব শাখায় তার রয়েছে স্বচ্ছন্দ্য পদচারণা। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
চস/আজহার